টোকন ঠাকুর
কবি দাঁড়িয়েছিলেন নদীতীরে। না, তখনও তাকে ঠিক কবি বলা যায় না। নদীতীরে ব্যাধনন্দনে নিহিত সুষমায় পরিভাষা দিলেন যে মানুষ; সেই কবি আজও জল দেখলেই আক্রান্ত হয়ে ওঠেন...। সেসব যদিবা কেবলই ঝাপসা স্মৃতি, যখন কৈবর্তকন্যার ঢেউ থেকে একটি গাঙচিল উড়ে উড়ে কাঁদছিল দুপুরের অনতিদূরে... অথবা বনের সারি সারি বৃক্ষ থেকে পাতা কীরকম ঝরে পড়ে; পাতা কীরকম উড়ে যায়, পাতা আর পাখিসব কীভাবে যে ওড়ে- সেই ধারণার মর্মমূলে পৌঁছাতে পারিনি- অর্থাৎ এতটাই দূরে দূরে দুপুরের পর আলো আরও ম্রিয়মাণ হয়ে এলে ধাবিত তীরের নৌকার মতো, চেয়েছি একবার বনভূমি হব... যেন কোনও দূর প্রতিজীবনের গল্প, প্রণয়ে ব্যাকুল- সেই প্রেম-মৃত্যুকে উপেক্ষা তো অসম্ভব আজ।
কবি দাঁড়িয়েছিলেন নদীতীরে। না, তখনও তাকে ঠিক কবি বলা যায় না। নদীতীরে ব্যাধনন্দনে নিহিত সুষমায় পরিভাষা দিলেন যে মানুষ; সেই কবি আজও জল দেখলেই আক্রান্ত হয়ে ওঠেন...। সেসব যদিবা কেবলই ঝাপসা স্মৃতি, যখন কৈবর্তকন্যার ঢেউ থেকে একটি গাঙচিল উড়ে উড়ে কাঁদছিল দুপুরের অনতিদূরে... অথবা বনের সারি সারি বৃক্ষ থেকে পাতা কীরকম ঝরে পড়ে; পাতা কীরকম উড়ে যায়, পাতা আর পাখিসব কীভাবে যে ওড়ে- সেই ধারণার মর্মমূলে পৌঁছাতে পারিনি- অর্থাৎ এতটাই দূরে দূরে দুপুরের পর আলো আরও ম্রিয়মাণ হয়ে এলে ধাবিত তীরের নৌকার মতো, চেয়েছি একবার বনভূমি হব... যেন কোনও দূর প্রতিজীবনের গল্প, প্রণয়ে ব্যাকুল- সেই প্রেম-মৃত্যুকে উপেক্ষা তো অসম্ভব আজ।
প্রথম প্রকাশ: বইমেলা ১৯৯৯
প্রচ্ছদ: ধ্রুব এষ
আলোকচিত্র: নাসির আলী মামুন
গ্রন্থস্বত্ব: বীথী আফ্রোদিতি
ISBN 984-8161-69-9
র্যামন পাবলিশার্স-এর পক্ষে ২৬ বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকে সৈয়দ রহমত উল্লাহ কর্তৃক প্রকাশিত। প্রাইম কম্পিউটার গ্রাফিকস্ প্যারীদাস রোড, ঢাকা-১১০০ থেকে কম্পোজ। সালমানী মুদ্রণ সংস্থা, চৌধুরী মার্কেট নয়াবাজার ঢাকা থেকে মুদ্রিত।
মূল্য: ৪০.০০ টাকা মাত্র।
নৈবেদ্য
পিতাকে পরম বলি- অন্তরীক্ষ পিতা
মা নিষাদ, মৌলমন্ত্রে মাটি-সংহিতা
দিগন্ত-ধারণায় লভি জন্ম
আমি এইকালে