বিষাদে জন্ম মেয়ের
ও কুমারী
আমিও বিষাদ...
আমার কৌমার্যে আমি
বেদনার বরপুত্র,
আ-মরি বিষাদ যদি নাও
শিক্ষাসফরে আজ উড়ে যাব
সম্বিৎ উধাও...
ও তুলোবীজ তন্ত্রদাতা তর্পণে আজ মন
দেখতে দেখতে ফিরে এলাম দগ্ধ ফণায়ন
ভুল ভেঙেছে শত্রুগোলাপ- মহার্ঘ শিমুল
আজ দেখেছি কাশের হাওয়া... কাশ হয়ে যাক চুল
ও তুলোবীজ স্বপ্নবাড়ি-র বেড়া ও ছাদ খুলে
আমার মেয়ে পড়তে যাবে উড়ন্ত ইশকুলে-
আমি তো ওর সঙ্গে ও তুলোমেঘ ভাই
একলা মেয়ে উড়বে কি গো- বর থাকা তো চাই...
এসব কথা যাকেই বলি যেমন ধুলো... পাখি
পড়শিরা খুব আহত আজ- বিজ্ঞরা চমকালো!
তাতে আমার কী এসে যায় ও সখা শাল্মলী...
মাছির ডানায় উড়িয়ে দিলাম ছোট্ট শহরতলি
ও তুলোবীজ সিদ্ধিদাতা শেকড়বাকড় খুলে
আমার মেয়ে পড়তে যাবে উড়ন্ত ইশকুলে...
ও কুমারী
আমিও বিষাদ...
আমার কৌমার্যে আমি
বেদনার বরপুত্র,
আ-মরি বিষাদ যদি নাও
শিক্ষাসফরে আজ উড়ে যাব
সম্বিৎ উধাও...
ও তুলোবীজ তন্ত্রদাতা তর্পণে আজ মন
দেখতে দেখতে ফিরে এলাম দগ্ধ ফণায়ন
ভুল ভেঙেছে শত্রুগোলাপ- মহার্ঘ শিমুল
আজ দেখেছি কাশের হাওয়া... কাশ হয়ে যাক চুল
ও তুলোবীজ স্বপ্নবাড়ি-র বেড়া ও ছাদ খুলে
আমার মেয়ে পড়তে যাবে উড়ন্ত ইশকুলে-
আমি তো ওর সঙ্গে ও তুলোমেঘ ভাই
একলা মেয়ে উড়বে কি গো- বর থাকা তো চাই...
এসব কথা যাকেই বলি যেমন ধুলো... পাখি
পড়শিরা খুব আহত আজ- বিজ্ঞরা চমকালো!
তাতে আমার কী এসে যায় ও সখা শাল্মলী...
মাছির ডানায় উড়িয়ে দিলাম ছোট্ট শহরতলি
ও তুলোবীজ সিদ্ধিদাতা শেকড়বাকড় খুলে
আমার মেয়ে পড়তে যাবে উড়ন্ত ইশকুলে...
No comments:
Post a Comment