Tuesday, August 11, 2009

শিশুবর

বিবাহ দিনেই যাত্রা, প্রসূতিসদনে- মানে
ডাকো পুরোহিত যাও ধাত্রীর সন্ধানে...

ডাকো পড়শি... শানাই-চন্দন... গ্রন্থপৃষ্ঠা ছিঁড়ে
এদেশে হবে না, তবে দূর প্রান্তের গৃহে-

প্রথম বিবাহ তোমার- সম্ভবা কুমারী!
স্বপ্নগ্রহণে
প্রত্নবীজে, রজঃস্বলায় তুমি
অহমশিকারি?

বলো পুরোহিত বলো ধাত্রী গোপনে পরস্পর
কুমারী স্বয়ম্বর-
রক্ত... সিঁদুরে
আঁতুড় ঘরেই

তোর শিশু তোর বর?

No comments:

Post a Comment