জল, তাকে আর উপাধি দিও না
প্রকাশ্যে গড়িয়ে যাবে-
বলো বেলাভূমি প্রশ্রয়ের ইতিহাস আজ বলো...
কৈবর্তের অতিথি আমি- ধুধু গবেষক
অন্তিকে জেনেছি এই
এক মুঠো বালিতেই লেখা থাকে উটের জীবনী...
তবু তো এসেছি- ঊষর মাড়িয়ে
মধ্যাহ্নের মহাকাল
আর এই নির্বাণের সামান্য খসড়া
নদী কেন- এক ফোঁটা অশ্রুকেও ডিঙোনো অসম্ভব!
যেহেতু জন্মমাত্র জল সাবালিকা হয়ে ওঠে
আর স্তন দেখিয়ে খুব রোপণ করে
প্রদীর্ঘ পিপাসা...
তবু আকাটের দিন- স্তোত্রে রঙিন, নির্মাণাধীন মল্লার
আমিও মুমূর্ষু বটে, ফলত অপার...
ও বেলাভূমি, কোনদিকে ঝুঁকে থাকো আজ
বলো, প্রশ্রয়ের ইতিহাসবিন্দু বলো-
ঊষর মাড়িয়ে দেখি দোলা, দেখি মায়াবিনী ঢেউ
জলে; অধিকন্তু জলে ছিল প্রাণ-
ও উপাধিপ্রবণ ও শীর্ষস্থানীয় ত্রাণ
তুমি যে কেউ...
প্রকাশ্যে গড়িয়ে যাবে-
বলো বেলাভূমি প্রশ্রয়ের ইতিহাস আজ বলো...
কৈবর্তের অতিথি আমি- ধুধু গবেষক
অন্তিকে জেনেছি এই
এক মুঠো বালিতেই লেখা থাকে উটের জীবনী...
তবু তো এসেছি- ঊষর মাড়িয়ে
মধ্যাহ্নের মহাকাল
আর এই নির্বাণের সামান্য খসড়া
নদী কেন- এক ফোঁটা অশ্রুকেও ডিঙোনো অসম্ভব!
যেহেতু জন্মমাত্র জল সাবালিকা হয়ে ওঠে
আর স্তন দেখিয়ে খুব রোপণ করে
প্রদীর্ঘ পিপাসা...
তবু আকাটের দিন- স্তোত্রে রঙিন, নির্মাণাধীন মল্লার
আমিও মুমূর্ষু বটে, ফলত অপার...
ও বেলাভূমি, কোনদিকে ঝুঁকে থাকো আজ
বলো, প্রশ্রয়ের ইতিহাসবিন্দু বলো-
ঊষর মাড়িয়ে দেখি দোলা, দেখি মায়াবিনী ঢেউ
জলে; অধিকন্তু জলে ছিল প্রাণ-
ও উপাধিপ্রবণ ও শীর্ষস্থানীয় ত্রাণ
তুমি যে কেউ...
No comments:
Post a Comment