অন্তত গনী আদম জানে, একটি রাত ছিঁড়ে ছিঁড়ে কীভাবে অজস্র হয়
আরও চাইছি অঝোর আজ আরও চাইছি বাতাস
ও ধুলোমন স্বপ্নউঠোন দ্যাখো স্থানীয় আকাশ!
উধাও মাঠের সিঁথি ও ধু ধু, আকাশ তবু কী স্থানীয়
উদ্বৃত্ত সেই বাড়ি কি আছে, অমা হে আমাকে জানিও...
যেহেতু এখনও আমি আর অমা চাইছি ষড়ৈশ্বর্য
চাইছি ৯কার কাঠবিড়ালি ও বিস্মৃতিপ্রবণ ফর্দ!
আরও যে অঝোর ঘ্রাণ, অঙ্গজলে যাযাবর সাঁকো
ও ধুলোবন উড়ে যাওয়া সব খড়কুটো আজ ডাকো!
কেননা বহুকাল আগেই আমি লিখেছি যে কবিতা
জলে শুয়েছিল চাঁদ- অপবাদে হয়ে গেল চিতা!
আরও সেই স্কুল-ফ্রক কীভাবে যে হয়ে গেল শাড়ি
আমি আর অমা চাইছি অনঘ উদ্বৃত্ত নীলবাড়ি...
প্রতিবেশী মেঘ, মুরলি আবেগ- অগ্নিমন্ত বিভা
আরও চাইছি চিতা- চাঁদ মৃত, মৃত আলোর প্রতিভা...
আরও চাইছি অঝোর আজ আরও চাইছি বাতাস
ও ধুলোমন স্বপ্নউঠোন দ্যাখো স্থানীয় আকাশ!
উধাও মাঠের সিঁথি ও ধু ধু, আকাশ তবু কী স্থানীয়
উদ্বৃত্ত সেই বাড়ি কি আছে, অমা হে আমাকে জানিও...
যেহেতু এখনও আমি আর অমা চাইছি ষড়ৈশ্বর্য
চাইছি ৯কার কাঠবিড়ালি ও বিস্মৃতিপ্রবণ ফর্দ!
আরও যে অঝোর ঘ্রাণ, অঙ্গজলে যাযাবর সাঁকো
ও ধুলোবন উড়ে যাওয়া সব খড়কুটো আজ ডাকো!
কেননা বহুকাল আগেই আমি লিখেছি যে কবিতা
জলে শুয়েছিল চাঁদ- অপবাদে হয়ে গেল চিতা!
আরও সেই স্কুল-ফ্রক কীভাবে যে হয়ে গেল শাড়ি
আমি আর অমা চাইছি অনঘ উদ্বৃত্ত নীলবাড়ি...
প্রতিবেশী মেঘ, মুরলি আবেগ- অগ্নিমন্ত বিভা
আরও চাইছি চিতা- চাঁদ মৃত, মৃত আলোর প্রতিভা...
No comments:
Post a Comment