Thursday, August 13, 2009

উদ্বৃত্ত প্রাণের গান

মাসুদ সেজান ও মীর মাসরুর জামান রনি; আবৃত্তিশিল্পীদ্বয়
আরও একটু দেখে নিতে নিতে নিভে এল পতেঙ্গা-অপেরা আর
আরও একটু রঙিন কাহিনী ধরতে ধরতে ধরে ফেললাম চাঁদ!
সমুদ্র বেশ মনে ধরেছিল- তাই, আমরা কেবলই যে যার
আর আমরা আরও একা একা আর একে অপরের খাদ!

পাহাড় পেরুলে যে বাঁকে বাসনা, অধরা ও কালের চৌকাঠ
আমরা কি ইমব্যালান্সড, যে কাষ্ঠ-পুষ্পে প্রণতি জানাতে চাই?
যে কোন উঠোন, ঘরবাড়ি ভেঙে করেছি নিপুণ মাঠ
মাঠের শিয়রে আকাশ যেহেতু আমাদের নীলগাই...

আরও একটু ছুঁয়ে যেতে যেতে ছুঁয়ে ফেললাম চূড়ো
আরও একটু পরেই পাহাড়, ভেঙে ধুলোময়- গুঁড়ো গুঁড়ো...

No comments:

Post a Comment