হাঁটছি, আমি আজও হেঁটেছি
যখন একটি হংস, এক
পৃথুলা রমণীকে দেখে গতি শিখছিল,
যখন দিঘিরা সব সংক্ষিপ্ত হয়ে উঠছিল
চৈত্রপটে;
হাঁটতে হাঁটতে আমি গোধূলিমঙ্গল তীর্থে
আবাবিল কিশোরীর,
লজ্জিত
রক্ত-কাপড় দেখে ফেলি...
বলো, এই দৃশ্য-পর্যটন
ঘুরিয়ে মারছে কেন?
আমাকেই?
আমি মার কাছে যাব
মা গো
তুমি আর ফ্রক পরবে না?
কখনও?
যখন একটি হংস, এক
পৃথুলা রমণীকে দেখে গতি শিখছিল,
যখন দিঘিরা সব সংক্ষিপ্ত হয়ে উঠছিল
চৈত্রপটে;
হাঁটতে হাঁটতে আমি গোধূলিমঙ্গল তীর্থে
আবাবিল কিশোরীর,
লজ্জিত
রক্ত-কাপড় দেখে ফেলি...
বলো, এই দৃশ্য-পর্যটন
ঘুরিয়ে মারছে কেন?
আমাকেই?
আমি মার কাছে যাব
মা গো
তুমি আর ফ্রক পরবে না?
কখনও?
No comments:
Post a Comment