Saturday, August 8, 2009

আর্তিলাপ

হাঁটছি, আমি আজও হেঁটেছি

যখন একটি হংস, এক
পৃথুলা রমণীকে দেখে গতি শিখছিল,
যখন দিঘিরা সব সংক্ষিপ্ত হয়ে উঠছিল
চৈত্রপটে;

হাঁটতে হাঁটতে আমি গোধূলিমঙ্গল তীর্থে
আবাবিল কিশোরীর,
লজ্জিত
রক্ত-কাপড় দেখে ফেলি...

বলো, এই দৃশ্য-পর্যটন
ঘুরিয়ে মারছে কেন?
আমাকেই?

আমি মার কাছে যাব
মা গো
তুমি আর ফ্রক পরবে না?
কখনও?

No comments:

Post a Comment