Friday, August 14, 2009

স্বীকারোক্তি

আদর্শ নদীর কাছে সমর্পণ শিখতে এসেছি!

ইতিপূর্বে, নদীমাত্র জলভ্রমে ডুবতে ডুবতে
এতবার আর্দ্র হল গান, এত পৃষ্ঠা গেল উড়ে
আমি ঠিক বোঝাতে পারার আগেই বোকা হয়ে যাই...

অতএব, আবিষ্কার আমাকে এড়িয়ে গেছে, দূরে-
সন্তরণ, দূরে-প্রান্তরণ, দূরে-ঠাকরুণ ঢেউ,
কিন্তু আমার গমন হাওয়া এমন কেন হল?
বক্ররেখাকে আমার বাসনা কে জানিয়ে দিল?

যেখানে বিস্ময় বিবসনা বুক নিয়ে দাঁড়িয়েছে,
সঙ্গত আমার ব্যস্তভাব; অমনি তাকালো গ্রন্থ
বিধি বক্রসকল... ফলে, খাদে পড়ে গিয়ে দেখি
আমারই বীর্যের ক্বাথে হ্রস্ব ড্রেন পরিব্যাপ্ত বটে;

আর লিপি-উদ্ভাবক, একটি কবিতা-সৃষ্ট শ্লাঘা
নিয়ে ঘুমোতে গেলেও, আর আমি ক্রমাগত কবি
হয়ে উঠতে উঠতে নদী অন্বেষণ... সমর্পণ
ইত্যাদি শব্দের জন্যে জলভ্রমে ড্রেনে ভেসে যাচ্ছি...

No comments:

Post a Comment