তুলোবীজ, এই ব্যাধের তর্পণে আজ মেঘের কুসুম, জলমন্ত্র
তাহলে শেখাও পুনর্জন্ম... ওড়াওড়ি, অঙ্কুরবাসনা
গোধূলিকল্যাণে হই ত্রিসীমা গ্রাহক...
প্রথমে বন্দনা করি বিপুলা বিষাদ
তা’পরে বন্দনা করি চিতাভস্মচাঁদ
বিবাহে বন্দনা করি ব্যূহ-বিসংবাদ
ঘরে ঘরে ঢুকে পড়ে ঘোটকী প্রবাদ...
ঘরভর্তি ঘুমের কফিন, ও তুলোবীজ উড়ালজন্ম শেখাও
ডানাহীন পাখিপ্রাণে আরও সূত্র উড়ে যায় শহরের দিকে
তাই মনস্বী-সন্ধ্যায় আজ ডুবে ডুবে নিচুজল কাব, অথবা
চিৎকারে চিহ্নিত করে জানাব, ঐ যে বাথটাবে রক্ত-শিশু ভাসছে-
অথচ আম-অঁটির ভেঁপুতেও রক্তের প্রয়োজন ছিল...
তো বলি, জমায়িত মাস্কফ্লেবার সব রেখেই এসেছি
সার্কফোয়ারায়... শো-রুমে, দর্পণে দর্পণে... শ্রীমতি সভায়
প্রভূত প্রভায়...
রে শস্যমাঠ, আজ আমিও হয়েছি হরিৎ
ত্রিসীমা গ্রাহক
জলমন্ত্রে
হ্লাদিনী তর্পণে
আর গোধূলিকল্যাণে
তুলোবীজ, আমায় উড়ালজন্ম শেখাও
তাহলে শেখাও পুনর্জন্ম... ওড়াওড়ি, অঙ্কুরবাসনা
গোধূলিকল্যাণে হই ত্রিসীমা গ্রাহক...
প্রথমে বন্দনা করি বিপুলা বিষাদ
তা’পরে বন্দনা করি চিতাভস্মচাঁদ
বিবাহে বন্দনা করি ব্যূহ-বিসংবাদ
ঘরে ঘরে ঢুকে পড়ে ঘোটকী প্রবাদ...
ঘরভর্তি ঘুমের কফিন, ও তুলোবীজ উড়ালজন্ম শেখাও
ডানাহীন পাখিপ্রাণে আরও সূত্র উড়ে যায় শহরের দিকে
তাই মনস্বী-সন্ধ্যায় আজ ডুবে ডুবে নিচুজল কাব, অথবা
চিৎকারে চিহ্নিত করে জানাব, ঐ যে বাথটাবে রক্ত-শিশু ভাসছে-
অথচ আম-অঁটির ভেঁপুতেও রক্তের প্রয়োজন ছিল...
তো বলি, জমায়িত মাস্কফ্লেবার সব রেখেই এসেছি
সার্কফোয়ারায়... শো-রুমে, দর্পণে দর্পণে... শ্রীমতি সভায়
প্রভূত প্রভায়...
রে শস্যমাঠ, আজ আমিও হয়েছি হরিৎ
ত্রিসীমা গ্রাহক
জলমন্ত্রে
হ্লাদিনী তর্পণে
আর গোধূলিকল্যাণে
তুলোবীজ, আমায় উড়ালজন্ম শেখাও
No comments:
Post a Comment