Friday, August 14, 2009

বিস্মৃতিমঙ্গল

আবারও মাঠের দিকে উড়ে গেল মন্ত্রের হাওয়া
সবকথা জড়ো হল শাস্ত্রীয় সন্ধ্যায়
যথারীতি রাত্রিও প্রস্তুত...

একবার, রৌদ্রের প্রতিভা থেকে মনে পড়ল
প্রান্তরের উপকণ্ঠ... রেললাইন
রিলিফ-দৃশ্যের শিল্প...

নদী ও সাঁকোর সঙ্গে বয়ে গেছে দিন-
আমি যে কী দৌড়েছিলাম
ঘূর্ণির হরিণ!

মায়ের ক্ষয়িষ্ণু প্রাণে- ছোটঘরে
কী অন্যূন- আয় আয় আয়
ক্বাথের প্রসিদ্ধি-

গোপনে বালিশ উসকে দিয়েছে যে তুলো...

ধারণা করছি- কারও কারও মতো
এলফের শিশু জানে দ্রোহীপূর্ণিমার পাঠ
ও শাস্ত্রীয় সন্ধ্যার মাঠ!

আবারও এসব অঙ্গারবাসনা
নক্ষত্রসংলাপ?
বন্ধ করো বন্ধ করো হে বিস্মৃতিকল্যাণ-

আমি আর কুড়োবো না প্রতিভার পাপ...

No comments:

Post a Comment