অপার, তোমার গল্প শুনেছি অনেক
তুমি কি এখনও ঢেউ ক্রমানুপাতিক?
একটি পাতার পরে শুয়ে থাকা স্মৃতি
সেই পাতা উড়ে গেলে আমি পড়ে যাই!
পড়ি তো! রহস্য বটে ক্রিয়াকালহীন
স্মারক দাক্ষিণ্য চেয়ে আমিও বয়েসি?
এর জন্যে পাঠ্যকলা লিপি-জাদুকরী?
এর জন্যে বহু জল শিরোনামে বাঁকা?
এর জন্যে শিশুগণ বৃদ্ধদের কোলে?
এর জন্যে সারাদেহ বাকল বৃত্তিক?
ওরে ক্রম্য তথাগত ‘আমি’ ত্যক্ত ‘তুমি’
আত্মরতি লিখে রাখে নর ও গুপ্তনারী!
যেহেতু রহস্য আছে রহস্য প্রাচীন
আমি আর শাদা ছেলে তুমি তো রঙিন...
তুমি কি এখনও ঢেউ ক্রমানুপাতিক?
একটি পাতার পরে শুয়ে থাকা স্মৃতি
সেই পাতা উড়ে গেলে আমি পড়ে যাই!
পড়ি তো! রহস্য বটে ক্রিয়াকালহীন
স্মারক দাক্ষিণ্য চেয়ে আমিও বয়েসি?
এর জন্যে পাঠ্যকলা লিপি-জাদুকরী?
এর জন্যে বহু জল শিরোনামে বাঁকা?
এর জন্যে শিশুগণ বৃদ্ধদের কোলে?
এর জন্যে সারাদেহ বাকল বৃত্তিক?
ওরে ক্রম্য তথাগত ‘আমি’ ত্যক্ত ‘তুমি’
আত্মরতি লিখে রাখে নর ও গুপ্তনারী!
যেহেতু রহস্য আছে রহস্য প্রাচীন
আমি আর শাদা ছেলে তুমি তো রঙিন...
No comments:
Post a Comment