বিছানা বালিশ নেই
আকাশে তুলো...
ঘর বা ফরশা উঠোন
নেই শস্য কী দারুবন-
দূরের দেশের শিলা... অঙ্গীলাঃ চাই;
চেয়েছি দারুণ ভুলও!
অসম্ভব! অসম্ভব এই অঝোর বেলায়
তরুণ স্বপ্নগুলো-
বিছানা বালিশ নেই
আকাশে তুলো...
নিয়ত ভাঙছে ঘুম
এই ভূমিষ্ঠ মৌসুম
আহা ঘুম ভেঙে আজ
কাকে কাকে ফের চিনি!
কিছু যা জেনেছি
কথা ও কাহিনী,
কি ছিল করুণ গার্হস্থ্য-সাধ
কে আজ কাকে বা ছুঁলো?
বিছানা... বালিশ... তুলো...
ধূলিচন্দনে গাহি কীর্তন
বাস্তু-বাসনা উধাও যখন
পঙক্তি বিছিয়ে না হয় শোবো
হাওয়ায় উড়ছে ধুলো-
বিছানা বালিশ নেই
আকাশে তুলো...
আকাশে তুলো...
ঘর বা ফরশা উঠোন
নেই শস্য কী দারুবন-
দূরের দেশের শিলা... অঙ্গীলাঃ চাই;
চেয়েছি দারুণ ভুলও!
অসম্ভব! অসম্ভব এই অঝোর বেলায়
তরুণ স্বপ্নগুলো-
বিছানা বালিশ নেই
আকাশে তুলো...
নিয়ত ভাঙছে ঘুম
এই ভূমিষ্ঠ মৌসুম
আহা ঘুম ভেঙে আজ
কাকে কাকে ফের চিনি!
কিছু যা জেনেছি
কথা ও কাহিনী,
কি ছিল করুণ গার্হস্থ্য-সাধ
কে আজ কাকে বা ছুঁলো?
বিছানা... বালিশ... তুলো...
ধূলিচন্দনে গাহি কীর্তন
বাস্তু-বাসনা উধাও যখন
পঙক্তি বিছিয়ে না হয় শোবো
হাওয়ায় উড়ছে ধুলো-
বিছানা বালিশ নেই
আকাশে তুলো...
No comments:
Post a Comment