Thursday, August 13, 2009

মর্মান্বেষীলিপি

নজরুল কবীর; একা যে অনেক দূরের চূড়ো- বন্ধু
যে সব জলের পাখি
বিব্রত; করে
বিলে যেতে অনীহা প্রকাশ-
লুকোনো কলস ভেঙে
তাকে দিই
অশ্রু প্রলোভন
আর
ডিঙিঢেউ, দ্যাখো আমি শিখেছি কম্পন...

আর যাকে ভস্ম বলে শীর্ষগান করি
ও মূর্ছিত পুত্ররা
শোনো, যে কোনো বনের নিদ্রা ভেঙে দূর পল্লবকীর্তন
যদি ভেসে ভেসে আসে
আর
এ সবুজ শষ্পে লুপ্ত তীর্থের সন্ধানে
ও অনতিতরুণ মেঘ
প্রতত যন্ত্রণা থেকে কিছু মরাল উড়িয়ে ফের
আমি যদি ফিরে আসি
তবে কি দেখব বৃষ্টি, আর্দ্র ডানা?

কবি বলছেন- ‘নারীরা ফেরে না’

যেসব কাঠের ঘোড়া
কুণ্ঠিত;
অদূরে দাঁড়িয়ে দ্যাখো
ধুলোপ্রাণ পার্বণ-মেলায়
যদৃচ্ছা পরিধি ছিঁড়ে
তাকে দিই
অভ্র-বিসর্জন
আর
পোড়া চোখ, দ্যাখো আমি শিখেছি সাঁতার

আর যাকে অশ্রু বলে শীর্ষঢেউ বলো
পুরনো দিনের গান সব চিত্র রীতি শিখে
প্রতিকৃতি হয়ে উঠছে জলে; সেই
জলের পাখি,
যারা বিলে যেতে অনীহা প্রকাশ
করেছিল

আজ থই থই, ভাসমান!... লুকোনো কলস ভেঙে...

No comments:

Post a Comment