Tuesday, August 11, 2009

শাদা কবিতা

শাকিল-রূপা; মনে আছে একটি স্বল্পদৈর্ঘ কবিতা? মান্না-চরু...
শাদা কাগজ উড়ে বেড়ায়- হাওয়ার মতো ওড়ে
অগত্যা চাঁদ জ্বলছে জ্বলুক, ও মাঠ কেন পোড়ে?

সমস্ত মাঠ শস্যহীনা বৃক্ষ যখন একা
একাকিত্বের অধিস্ঠান এই পদ্যপুরাণ লেখা...

সংকলিত সব কালো রাত- রাত্রি বড় ভার
চোখের নিচে আজ এ রাতের পুনর্ব্যবহার...

শাদা কাগজ উড়ে বেড়ায়- হাওয়ায় মিশে ওড়ে
হাওয়াকে আজ পড়তে পারো অপূর্ব অক্ষরে...

যা বলেছি শাদা হাওয়ায় যা আজ আমার বলা
পুরুষ কিনা পরমার্থেই প্রবল রজঃস্বলা?

যা লিখেছি শাদা হাওয়ায়, যা বলেছি কথা
কথার স্বরূপ গ্রন্থিত আজ অমর নিরবতা!

শাদা কাগজ উড়ে বেড়ায়- হাওয়ার মতো ওড়ে
হাওয়াতে আজ আমায় লিখি অদৃশ্য অক্ষরে-

পড়তে পারো; পড়ো না হয় প্রাদি-অন্তঃস্বরে

No comments:

Post a Comment