Tuesday, August 11, 2009

দেবীজনিত

যেভাবে জলের গল্প লেখা হয় আজকাল, ঘুরে ঘুরে
জলক্রীড়া, ব্রীড়াঢেউ... জানো, জল কিন্তু মাল্টিওয়ে জানে

আর আমি বয়ে বয়ে- এই যে এসেছি
ললিপপ বিকেলের পাশে- অশ্রুযুগ
চুপ করে লাগিয়ে দিচ্ছে হাসি!

বাইরে ভীষণ রওয়ানা দিচ্ছে আমার মিথ্যে ডানা!
জানো, যেভাবে স্নানের কথা লেখা হয় আজকাল,
এতভাবে
আর আমি ডুবতে ডুবতে- এই যে ভেসেছি
সেনসেশন হাওয়ায়, শোনো-
এত যৌনপাত কবিতাকে ক্লান্ত করে...

আর কবিতাও বেঁকে বেঁকে বাঁক নিচ্ছে... বিস্তৃতিপ্রবণ
কেননা জলের গল্প আজ নদী-প্রকৌশলীও জানে!
ঐ যে যমুনা বাঁধ...

ফলে, তোমাকে লিখতে লিখতে এত বাক্য, তুমি জানোই না

No comments:

Post a Comment