Friday, August 14, 2009

কাহিনী

এ জন্যে তো আজও কিছু বাক্য লেখা হয়

একটা জানালা
পাশের বাড়ির
ফিরে পাওয়া সান্ধ্যনদী
কবেকার মাঠ
কলহপ্রবণ মেঘ...

আর আমাদের বোন, ওই ছোট ছোট গ্রাম
বিরহ রাত্রির পরে ভ্রাতৃত্যের মাঠ ভেঙে
চলে গেল কাঁসর বাজিয়ে...

তার জন্যে আছে কিছু মৌনতা রচিত

তৃণবনে হারাল যে নাকছাবি
শমীবৃক্ষে আরও দূর
ডানা-নির্ভরতা
আর উড্ডিন প্রস্তাবনা নিয়ে যে অঙ্গুরিয়-পঙক্তি
নদীর সমীপে নিহিত
জলের চাকায় ঘোরে
এরও জন্যে বিশ্লেষণ অপেক্ষায় থাকে...

গ্রাম থেকে মাঠগুলি কতদূর বিভাজিত
এক রাতে সেই গ্রাম ভেঙে দূরে চলে যায়

No comments:

Post a Comment