Friday, August 14, 2009

অসহায়ত্ব

কমা দাঁড়ি কোলন সভায়
আমাকে ডাকলে বৃথা
আশ্চর্য জিজ্ঞাসা!
ওহে যতিমোড়লের ছানা

আজ আমি আরও পেছনে রেখে যাব ঘরবাড়ি
আজ আমি চিনব না তবু দেখব- না দেখা অপর!
ওই যে মেয়েটি- দাঁতের উপরে দাঁত
ওর বাম হাত
নেই কেন?
প্রৌঢ়াবাড়ির একলা মানুষ অমন তাকাল
দ্যাখো
অ্যালবাম ভর্তি ভোর...

যদিও সন্ধ্যা যদিও বর্ষা যদিও এখনও
বকশিকারিরা ফিরেও যায়নি ঘরে

আর আমি শুধু যেতে চাওয়া আর প্রেতে পাওয়া
এক প্রকার শরীরী হাওয়া
মুহূর্তে নিহিত অতীত-
একটু না হয় দেখতে এলাম উনুনের পাশে শীত...

এইটুকু দাও ভৌগলিকী, সার্বভৌম ক্ষতি
আমাকে কেন ডাকলে বৃথা
যত্রতত্র
গোত্রপতি যতি?

No comments:

Post a Comment