এরকম ঠিক নয়, এ তো আমি চাইনি বোঝাতে
তোমার আঙুলে আমি ঈশ্বর দেখেছি কালরাতে
-শঙ্খ ঘোষ
অপারগতায়ও কি কি পারা যায়? যা জানে ডায়েরি
লঞ্চ ছেড়ে গেলেই বুঝেছি কাকে বলে দূর... দেরি-
এ রকম ঠিক নয়, এ তো আমি চাইনি বোঝাতে
হয়তো ব্যয়িত হবার কথা ছিল অন্য কোনো খাতে
তাহলে যে ধর্ম-সংকট? নিদ্রাপ্রহরা দিতে
দুরূহ রাতের গল্প লিখে রাখি প্রতিপৃথিবীতে
অর্তাৎ এই জলের সূত্র- এই যে ভৌগলিকী
খেলতে খেলতে কবে হারিয়ে ফেলেছি সিকি...
তুমিও সিকির মতো- সিকিসূত্রে গড়িয়েছে কবে...
এপথে ওপথে খুঁজে আমি যাই সপ্তঋষিভবে
এসব অপারগতা; যবে ঘরে ফিরে এঁটে দিই খিল
নিদ্রাপ্রহরা দিতে ওড়ে পাতা পাতা স্লিপিং পিল...
তোমার আঙুলে আমি ঈশ্বর দেখেছি কালরাতে
-শঙ্খ ঘোষ
অপারগতায়ও কি কি পারা যায়? যা জানে ডায়েরি
লঞ্চ ছেড়ে গেলেই বুঝেছি কাকে বলে দূর... দেরি-
এ রকম ঠিক নয়, এ তো আমি চাইনি বোঝাতে
হয়তো ব্যয়িত হবার কথা ছিল অন্য কোনো খাতে
তাহলে যে ধর্ম-সংকট? নিদ্রাপ্রহরা দিতে
দুরূহ রাতের গল্প লিখে রাখি প্রতিপৃথিবীতে
অর্তাৎ এই জলের সূত্র- এই যে ভৌগলিকী
খেলতে খেলতে কবে হারিয়ে ফেলেছি সিকি...
তুমিও সিকির মতো- সিকিসূত্রে গড়িয়েছে কবে...
এপথে ওপথে খুঁজে আমি যাই সপ্তঋষিভবে
এসব অপারগতা; যবে ঘরে ফিরে এঁটে দিই খিল
নিদ্রাপ্রহরা দিতে ওড়ে পাতা পাতা স্লিপিং পিল...
No comments:
Post a Comment