Tuesday, August 11, 2009

জলপিপি, পরী

শিয়রে গল্পের ঘুম ভেঙে ভেঙে গেলে
ঘুমের স্বচ্ছতা নিয়ে দেখি ধান... কুলো,
এক একটি কবিতাও শুয়ে আছে... ধুলো!
শাদা পাতা হাওয়ামুখি, শাদা ডানা মেলে
যথার্থ গল্পের তীরে ফের ঘুম ভাঙে;
কথাযুগ ব্যর্থ হল, ব্যর্থ বাক্য, লিপি!
কেউ যা বলেনি, নির্জন এসব জানে!
আর- তুমিও তো একজন ও জলপিপি!!

তা না হলে মৎস্যহীন, উদ্ভাবিত জলে
এই যে দাঁড়িয়ে আছ- শিকারি এল না
তবু বাইসন ব্যবিলনপুঞ্জ ভেঙে
মনে করো অনুধ্যানে আজও সম্ভাবনা
রয়ে গেছে? ফলে, তোমাকেই নিই মেনে!
ও জলপিপি, লিপিচূড়া ভাঙে কোলাহলে!!

বরঙ ঘুমোতে যাই, শিয়রে সুদূর
শিশুরা খেরছে, গল্প ফুটছে, ফুটুক!
এই যে দ্যাখো- ডাঙায় জমল পুকুর;
পিপি’টা, তোমার ইচ্ছে মতোন জুটুক
হ্রদের ধারণা এক্ষুণি- দিই, তাকাও
প্রশ্নাতীত, এই পূর্ণ অভাঙা থাকাও

তাহলে কাগজে শিশুতরী হয়ে যাই?
শিয়রে গল্পের ঘুম, রাত্রিদের পরী
আয় আয় আয়...

No comments:

Post a Comment