Friday, August 7, 2009

উদ্বৃত্ত প্রাণের গান

শাদা রাজহাঁস দেখে যে দাঁড়িয়ে ছিলাম গ্রামীণ স্বভাবে
পুবের জানালা দারিদ্ররেখার রোদে... পরন্তু
প্রাংশু বৃক্ষে বাবুইয়ের বাসা ঝুলছে
দেখতে দেখতে
আমি আরও দেখেছি- কখন কলসি উপচে
ছলকে পড়ল ভরাট দুপুর...

বার্তাবহ পাখিকেও অস্বীকার করি না আজ...

যেহেতু রঘুনাথপুরের দিকে ছুটে গেছে পড়শি শানাই
অন্তত রান্নাঘরের ঘ্রাণ তো পাঠায় চুলোর আগুন
তাই, দূরবর্তী মেঘকেও অকৃতজ্ঞ বলি না...

যেহেতু- আমাকে ছুঁড়েছি জলে; যখন
ছুঁড়েছি নিরিহ ঢিল...

অনেক দিনের মেঘ আর অনেক সন্ধ্যার হিমে
শাদা গন্ধরাজ কীভাবে উড়ছে...
জানো, এখানে একটা দিঘিও ছিল!
ছিল লাবণ্যের খ্যাতি, ছিল রাজহাঁস...

অন্তত পূর্ণিমা এলেই মনে পড়বে
প্রহরান্তের বৈসাদৃশ্য... বিচ্ছিন্ন পালক... মৃতগ্রাম!
অন্তত আমিই দেখতে থাকব জল... জোছনা... রঘুনাথপুর

পোড়ামেঘ, ভালোবেসে হয়েছি সিঁদুর...

No comments:

Post a Comment