আর ওই উঁইপোকাদের কথা
লিখি- আর ওই জন্মান্ধজর্জর
জীবনযাপন
নাশপ্রিয় ছোট পাখি...
আমি ওই পোকাদের প্রেম- আর
ওই পাখিদের প্রজ্ঞা
প্রতিভাত করি এই ভূর্জপত্রে
তবু পৃথিবীর পূণ্য গল্পগুলো
ঘুমিয়ে পড়েছে ধু ধু
তীব্র অভিমানে...
কেন ওই উঁইপোকাদের কথা
লিখি- আর ওই জন্মান্ধকাহিনী
আমাকে অনাথ ভেবে
কী শেখায় শিল্পবৎ...?
লিখি- আর ওই জন্মান্ধজর্জর
জীবনযাপন
নাশপ্রিয় ছোট পাখি...
আমি ওই পোকাদের প্রেম- আর
ওই পাখিদের প্রজ্ঞা
প্রতিভাত করি এই ভূর্জপত্রে
তবু পৃথিবীর পূণ্য গল্পগুলো
ঘুমিয়ে পড়েছে ধু ধু
তীব্র অভিমানে...
কেন ওই উঁইপোকাদের কথা
লিখি- আর ওই জন্মান্ধকাহিনী
আমাকে অনাথ ভেবে
কী শেখায় শিল্পবৎ...?
No comments:
Post a Comment