Tuesday, August 11, 2009

দুর্বলতা

হাওয়া ভেঙে উঠে আসছে ঢেউ
এ যন্ত্রণা উসকে দিচ্ছে কেউ

কেউ থাকে, কেউ থাকে না
যেমন দেখিনি নদী- নদীটা তো চেনা

এ বড় দুর্বলতা- দূরের কাহিনী
আমি কিন্তু ধুলোতেই ধুলোকবিতা
ধুলোমন্ত্রে সাজিয়েছি ধুলোধর্মচিতা

এছাড়া অন্যান্য পাঠ- পাঠে ক্ষত, ভয়
ক্ষতকে বলেছি বরং সম্ভাবনাময়

সম্ভাব্য রয়েছে তবু আরও কিছু গান
মুহূর্তেই বয়ে গেল... ওঁ আবহমান

যেমন দেখিনি বাড়ি- বাড়িটা তো চিনি
এ বড় দুর্বলতা, দূরের কাহিনী...

No comments:

Post a Comment