রহমান হেনরী অথবা হেনরী স্বপন; ওদের একটি ছেলে... একটি মেয়ে...
এই যে উড়ছি, পাখির খসড়া থেকে
এই প্রকারণ, খড়ের সন্ন্যাসে
চিত্রার্পিত
এক একটি দৃশ্যের বহর
গ্রহণের ঘ্রাণমত্ত আমি গোত্রহীন
বিবিধ নির্বাণ থেকে নত হয়ে আসছি-
আমাকে নিশ্চয় পড়শি বলাও পাপ?
যেহেতু উৎসর্গবর্গের মৌমাছিও সাময়িক শত্রুমুখি
বা বিস্ময়ের সব নদী
দ্বন্দ্বজলে
কলহপ্রবণ;
তাই প্রকাশে অযোগ্য মাঠ
মৌনতা রচিত
অন্তত এরকমও দেখা যায় (অসম্ভবে)
কবি ম্যাটাডোরে পরাজিত, প্রাক-মৃত্যুর আলোয়
উৎকলিত ছায়া কী উল্লসিত...
আমি কি নিপুণ দ্রষ্টব্য, ও বিনোদন ও বিমুগ্ধ গ্যালারি?
এই যে উড়ছি, পাখির খসড়া থেকে
এই প্রকৌশল, আত্মজ্ঞাপন ছবি
হয়তো ম্যুরাল, মেঘের খসড়া থেকে...
এই যে উড়ছি, পাখির খসড়া থেকে
এই প্রকারণ, খড়ের সন্ন্যাসে
চিত্রার্পিত
এক একটি দৃশ্যের বহর
গ্রহণের ঘ্রাণমত্ত আমি গোত্রহীন
বিবিধ নির্বাণ থেকে নত হয়ে আসছি-
আমাকে নিশ্চয় পড়শি বলাও পাপ?
যেহেতু উৎসর্গবর্গের মৌমাছিও সাময়িক শত্রুমুখি
বা বিস্ময়ের সব নদী
দ্বন্দ্বজলে
কলহপ্রবণ;
তাই প্রকাশে অযোগ্য মাঠ
মৌনতা রচিত
অন্তত এরকমও দেখা যায় (অসম্ভবে)
কবি ম্যাটাডোরে পরাজিত, প্রাক-মৃত্যুর আলোয়
উৎকলিত ছায়া কী উল্লসিত...
আমি কি নিপুণ দ্রষ্টব্য, ও বিনোদন ও বিমুগ্ধ গ্যালারি?
এই যে উড়ছি, পাখির খসড়া থেকে
এই প্রকৌশল, আত্মজ্ঞাপন ছবি
হয়তো ম্যুরাল, মেঘের খসড়া থেকে...
No comments:
Post a Comment