Sunday, August 9, 2009

খসড়াপ্রবণ

রহমান হেনরী অথবা হেনরী স্বপন; ওদের একটি ছেলে... একটি মেয়ে...
এই যে উড়ছি, পাখির খসড়া থেকে

এই প্রকারণ, খড়ের সন্ন্যাসে
চিত্রার্পিত
এক একটি দৃশ্যের বহর
গ্রহণের ঘ্রাণমত্ত আমি গোত্রহীন
বিবিধ নির্বাণ থেকে নত হয়ে আসছি-

আমাকে নিশ্চয় পড়শি বলাও পাপ?

যেহেতু উৎসর্গবর্গের মৌমাছিও সাময়িক শত্রুমুখি
বা বিস্ময়ের সব নদী
দ্বন্দ্বজলে
কলহপ্রবণ;
তাই প্রকাশে অযোগ্য মাঠ
মৌনতা রচিত
অন্তত এরকমও দেখা যায় (অসম্ভবে)

কবি ম্যাটাডোরে পরাজিত, প্রাক-মৃত্যুর আলোয়
উৎকলিত ছায়া কী উল্লসিত...

আমি কি নিপুণ দ্রষ্টব্য, ও বিনোদন ও বিমুগ্ধ গ্যালারি?

এই যে উড়ছি, পাখির খসড়া থেকে
এই প্রকৌশল, আত্মজ্ঞাপন ছবি
হয়তো ম্যুরাল, মেঘের খসড়া থেকে...

No comments:

Post a Comment