Saturday, August 8, 2009

অক্ষরবিন্যাস

শুরু, তাকে শেষাবধি ঠেকাতে পারিনি! আর
ঈষৎ ঝাঁকুনি দিয়ে নেমে আসে উপসংহার

এই রৌদ্র নিয়ে যেতে চাই জিগীষাপ্রান্তরে-
ভেবেছি, কীভাবে ছেলেটি ফড়িঙের লেজে ওড়ে!

হঠাৎ হাওয়ার ফণা, তাতে গবেষণা রেখে
ঘুমিয়ে পড়েছি আমি যিশুর পেরেকে

তাহলে?- তীরে বসে এই নদী পান করি-
কেননা, আমার ছিল না ডানা, ছিল না তরী

শুধু কিছু রেখা- ছিল তারা শীর্ণ, একা... অসহায়
অক্ষরের মতো, অক্ষরেরা মুগ্ধবৎ ছুঁয়েছে আমায়।

না, যেই ছোঁয়াটা হয়েছে শুরু- রেখাচক্রযান
অক্ষরের ‘এত শোভা এত রূপ এত হাসি গান’

হঠাৎ ঝাঁকুনি দিয়ে লেখা হয় উপসংহার! তখন
অক্ষরেরে বলি বউ, পিতামাতা, পিঠেপিঠি বোন...

No comments:

Post a Comment