Sunday, August 9, 2009

ফলত

ফলে, আমরা কিন্তু বিফলে কুড়োই ধুলো
এদিকে আসন্ন শীত, মেঘে রয়ে যায় তুলো

ফলে, আমরা কিন্তু বিরলে বেড়াতে যাই
ওদিকে বিশুষ্ক নদী, ডাকে- আয় আয় আয়

ফলে, আমরা কিন্তু অতলে জমাই ঋণ
যেহেতু ব্যর্থ, লিখে রাখি সিরিয়াস দিন

ফলে, আমরা কিন্তু প্রচলে ভাবুক, কবি
বোলপুরের রাস্তাই তো বলেছিলো- ‘ধুলো হবি’?

ফলে, আমরা কিন্তু বিফলে কুড়োই ধুলো
দ্যাখো না- পরম যত্নে সাজিয়ে রাখছি, ভুলও

No comments:

Post a Comment