এই বার্তা ফেরি করি মর্মরিত হলুদ পাতায়
কিছুই মৌলিক নয়, মগ্নতায় তবু
মৌলপাঠ করি কীরকম...
এই সন্ধ্যা... যদি লিখি এই লুপ্তসন্ধ্যার কাহিনী
‘কিছুই যাবে না ফেলা’; লোভনীয় তবু
ওই ঝরাপাতার জীবনী...
এই পাতা সহোদর- আর এই আত্মজ মর্মরে
মৌলপাঠ করি তবু
অনন্ত প্রশ্নের আজ
একটিই উত্তর:
জানি না, যথার্থ জানি না...
এই বার্তা ফেরি করি বনে বনে প্রস্থানসঙ্গীতে
কিছুই মৌলিক নয়, মগ্নতায় তবু
মৌলপাঠ করি কীরকম...
এই সন্ধ্যা... যদি লিখি এই লুপ্তসন্ধ্যার কাহিনী
‘কিছুই যাবে না ফেলা’; লোভনীয় তবু
ওই ঝরাপাতার জীবনী...
এই পাতা সহোদর- আর এই আত্মজ মর্মরে
মৌলপাঠ করি তবু
অনন্ত প্রশ্নের আজ
একটিই উত্তর:
জানি না, যথার্থ জানি না...
এই বার্তা ফেরি করি বনে বনে প্রস্থানসঙ্গীতে
No comments:
Post a Comment