Tuesday, August 11, 2009

জন্মগাথা

পিতাকে পরম বলি- অন্তরীক্ষ তুমি মোর পিতা
একবারই ছুঁয়েছিলে কোমল মাটি-সংহিতা...
আর এই দৃশ্যান্তরে লোকচক্ষু আমাকে যা বলে-
দিগন্তে আমার জন্ম; দিগন্তেই থাকি দৃশ্যপলে!

হায়, লোকালয় থেকে শুধু ভেসে ভেসে আসে ঘ্রাণ
মানুষের? তাহলে মানুষ কীরকম? ভাসমান?
আর আমি প্রান্তপ্রাণ, অন্যকিছু? দিগন্তবসতি
নিয়ে এই পরিপ্রেক্ষিতের প্রজা... জন্মের আরতি
তবু রেখে যাই গোপনেষু গ্লানিমায়- অযথায়
কিছু কথা জানে মানুষেরা, ধুধু নীল ঐন্দ্রিলায়...

আমার কি দোষ বলো- আমি কেন পাতকে জড়াব?
আমার কি শুরু বলো- আমি কেন শেষ ছুঁয়ে যাব?
শুধু এই নীলবাড়ি... প্রান্তরের প্রভাষিত দিন
অথবা আশ্চর্য রাত- মুহূর্তের মর্মে বিলীন...

আর এই ধ্বনিগান, প্রবাহিত আবহগীতিকা
নিরবতা ভাষা করি! মৌনতার মায়াবী লিপিকা
তবে কেন প্রযত্নে রাখিব আমি? প্রতিবেশীহীন
এই জন্মগাথা... সৌজাত্য ভেঙে ফের দিগন্তে বিলীন...

No comments:

Post a Comment