পরিভ্রমণের শেষে লিখি এই লুপ্ত দিনলিপি!
পুষ্পের আড়ালে পরাগপন্থি ভোর
শাড়ি শুকোবার অপরাহ্নে
আর কী কী ভেজা ছিল-
উচ্চজ্ঞানে মৌন হয় সন্ধ্যার তাৎপর্য...
কেননা, আয়না-নগরে যেতে যেতে মনে পড়ল
আমি কিছু স্বপ্ন এবং মুদ্রা তো ফেলে এসেছি-
পরন্তু, দ্বিতীয় যন্ত্রণার জন্য আমি কোনো
শাড়িও খুলিনি!
অতএব সংক্রমণযোগ্য এই ফেরার পিপাসা...
পরিত্যক্ত রাজবাড়িতে আজ কি কি আছে...?
শ্যাওলার মতোন স্মৃতিজল কেবলই সুদূর...?
কখন আমি সেই কয়েকটি অক্ষর শেষবার দেখেছি-
এসব ভাবতে ভাবতে এই ভাঙাপূর্ণিমায়
সার্বভৌম হয়ে উঠছে নিদ্রাহীনতার গান...
পুষ্পের আড়ালে পরাগপন্থি ভোর
শাড়ি শুকোবার অপরাহ্নে
আর কী কী ভেজা ছিল-
উচ্চজ্ঞানে মৌন হয় সন্ধ্যার তাৎপর্য...
কেননা, আয়না-নগরে যেতে যেতে মনে পড়ল
আমি কিছু স্বপ্ন এবং মুদ্রা তো ফেলে এসেছি-
পরন্তু, দ্বিতীয় যন্ত্রণার জন্য আমি কোনো
শাড়িও খুলিনি!
অতএব সংক্রমণযোগ্য এই ফেরার পিপাসা...
পরিত্যক্ত রাজবাড়িতে আজ কি কি আছে...?
শ্যাওলার মতোন স্মৃতিজল কেবলই সুদূর...?
কখন আমি সেই কয়েকটি অক্ষর শেষবার দেখেছি-
এসব ভাবতে ভাবতে এই ভাঙাপূর্ণিমায়
সার্বভৌম হয়ে উঠছে নিদ্রাহীনতার গান...
No comments:
Post a Comment