০১.
কে জানিত, নদীও আমার মতো
অপমানিত হবে?
ছিলে জল, পাত্রে পাত্রে ঘুরে
নদীবিনোদিনী- দর্শক এলই বুকে
ঢেউ তুলে লাবণ্য দেখাও...
আমিও পিতার মতো- আমিও পুরুষ
ঝাঁপিয়ে পড়েছি জলে, নদীতে আমার নাম
লিখে যদি আখ্যান হওয়া যায়...
কী আশ্চর্য! নদী থেকে উঠে এলে আজ
যেহেতু ডেকেছে পাথর, প্রেমিকসুলভ চোখে
এ মনোময় নগরকোঠার দিন...
০২.
পাত্রে পাত্রে ঘোরে তাই শাস্ত্রমতে
নদী তাকে দিয়েছিল জলের সম্ভ্রম,
নদী তাকে বলেছিল- পিঠেপিঠি বোন
যেহেতু পিতার মতো- আমিও এখন
মরুভূমি ভালোবাসি! হে তৃষ্ণাহীন হে তাঁতার, তবে
কে জানিত একদিন, নদীও আমার মতো
অপমানিত হবে?
০৩.
জল-অঙ্গে যে কাহিনী লেখা আজও মাতৃ-স্ত্রী কূলে
ফুলে উঠছে, ফুলে...
কে জানিত, নদীও আমার মতো
অপমানিত হবে?
ছিলে জল, পাত্রে পাত্রে ঘুরে
নদীবিনোদিনী- দর্শক এলই বুকে
ঢেউ তুলে লাবণ্য দেখাও...
আমিও পিতার মতো- আমিও পুরুষ
ঝাঁপিয়ে পড়েছি জলে, নদীতে আমার নাম
লিখে যদি আখ্যান হওয়া যায়...
কী আশ্চর্য! নদী থেকে উঠে এলে আজ
যেহেতু ডেকেছে পাথর, প্রেমিকসুলভ চোখে
এ মনোময় নগরকোঠার দিন...
০২.
পাত্রে পাত্রে ঘোরে তাই শাস্ত্রমতে
নদী তাকে দিয়েছিল জলের সম্ভ্রম,
নদী তাকে বলেছিল- পিঠেপিঠি বোন
যেহেতু পিতার মতো- আমিও এখন
মরুভূমি ভালোবাসি! হে তৃষ্ণাহীন হে তাঁতার, তবে
কে জানিত একদিন, নদীও আমার মতো
অপমানিত হবে?
০৩.
জল-অঙ্গে যে কাহিনী লেখা আজও মাতৃ-স্ত্রী কূলে
ফুলে উঠছে, ফুলে...
No comments:
Post a Comment