Friday, August 14, 2009

মৃতকথা

এপারে গ্রীষ্মিত ঢেউ, ঝাঁপিতে দুপুর
নখের প্রতিভা থেকে বিকশিত ক্ষুর

মস্তিষ্কে মোমের আলো- মোম নাকি ভাণু
তাকেই জোছনা ভেবে যে পেতেছে জানু

সে বড় ভ্রমের চিহ্ন- বিবাহিত রাত
বিস্ময় আনিল স্বয়ং স্তনে প্রভাত

আমার স্বভাব ব্রাত্য, অভাবের তরে
চরণে মুদ্রিত মেধা- ধুলোর শহরে

এ বড় ভ্রমের শীর্ষ- কারুপণ্য পাপ
হঠাৎ হাওয়ার ফণা, চুমু দেয় সাপ

সর্পস্থ পঙক্তি ছুঁয়ে উড়ছে ফড়িঙ
বিদুরতা থেকে লিখি- মৃত বহুদিন...

মৃত এ হরিৎ হাওয়া- মৃত বালুভূমি
যে কোন জন্মের পাশে মৃত আমি তুমি

No comments:

Post a Comment