সজনীরা আজও সঙ্গ দেয়
সজনীরা দেয় নুন!
সজনীরা সন্নিহিত ছুঁড়েছিল তূণ...
এ রাতে, রোমন্থন এত আর্দ্রতাবিলাসী
তা না হলে দূর সমুদ্রের জলে
উৎসাহী মানুষেরা যায়?
পিতা যথা ঘেমেছিল, সে রাতে কি বর্ষা নেমেছিল?
তা না হলে আমি এই লবণাক্ত হ্রদে ফের
ধাবিত কল্লোল তুলে
অশ্রুপাত করি?
সমাগত আলপথ, শোনো
এই যে মাঠে মাঠে এত মুরলিয়া
মাঠস্থ প্রণয়-
আমার জন্মের পাশেই জন্ম
ফুটফুটে নীল বন
সজনীরা, বোঝো, এত নির্বেদে এত অভিনিবেশী
রোমন্থন,
তা না হলে শুধু এই জলের পাশেই
শ্মশান... দেহান্ত হয়?
সজনীরা শোনো, সেই শাদা পৃষ্ঠা ছিঁড়ে আজও রক্ত ঝরে পড়ে
খণ্ডকালীন কুরুক্ষেত্রে
আর লালিত্যবিলাসে ওড়ে লুব্ধ লোধ্রালয়
সেই ঘাম-নুন... ভস্মরোগে তবু ফের ভ্রুণস্থ প্রশ্রয়?
সজনীরা দেয় নুন!
সজনীরা সন্নিহিত ছুঁড়েছিল তূণ...
এ রাতে, রোমন্থন এত আর্দ্রতাবিলাসী
তা না হলে দূর সমুদ্রের জলে
উৎসাহী মানুষেরা যায়?
পিতা যথা ঘেমেছিল, সে রাতে কি বর্ষা নেমেছিল?
তা না হলে আমি এই লবণাক্ত হ্রদে ফের
ধাবিত কল্লোল তুলে
অশ্রুপাত করি?
সমাগত আলপথ, শোনো
এই যে মাঠে মাঠে এত মুরলিয়া
মাঠস্থ প্রণয়-
আমার জন্মের পাশেই জন্ম
ফুটফুটে নীল বন
সজনীরা, বোঝো, এত নির্বেদে এত অভিনিবেশী
রোমন্থন,
তা না হলে শুধু এই জলের পাশেই
শ্মশান... দেহান্ত হয়?
সজনীরা শোনো, সেই শাদা পৃষ্ঠা ছিঁড়ে আজও রক্ত ঝরে পড়ে
খণ্ডকালীন কুরুক্ষেত্রে
আর লালিত্যবিলাসে ওড়ে লুব্ধ লোধ্রালয়
সেই ঘাম-নুন... ভস্মরোগে তবু ফের ভ্রুণস্থ প্রশ্রয়?
No comments:
Post a Comment