Thursday, August 13, 2009

রোমন্থন

হুমায়ুন কবির- মনে আছে উড়নচণ্ডির মাঠে গোধূলিবাল্যের দিন?
ও বাড়ি, চলো বেড়াতে যাই
বাইরে ব্যাপক দিন-
পুস্তক থেকে পালিয়ে যাচ্ছে বর্ণমালার ফড়িঙ...

ঘুমিয়ে ছিল যা যযাতি গল্প
মলাটে দেবীত্ব... অদূরে পন্নগ... ইত্যাদি প্রবাহ
অর্থাৎ এই দেহেই জমেছে শ্রেষ্ঠতম যা দাহ

তাহলে চলো না ও বাড়ি
আজকে
বেড়াতে বেরোই মাঠে!
ওই তো যেখানে নীলচে নোঙর ঘাটে...

ওখানে লিখব চাকার জীবনী
চরৈবতি ও
দূর দূর মহাদেশ-
এখনও উড়ছে সেই সাইকেল... রুগ্ন, ভগ্নাবশেষ...

No comments:

Post a Comment