ভুবনের মেয়েগুলি ইশকুলে যায়!
শেখে, না শেখায় তারা হারে, না হারায়?
তাদের কি গ্রন্থ আছে নাকি গ্রন্থ নিজে?
শ্রাবণে লুকিয়ে ওমাঃ চৈত্রে যায় ভিজে!
ভুবনের মেয়েগুলি সাঁঝের প্রদীপ!
তাদের কপালে চায় প্রাণবন্ত টিপ!
আরো চায় ছুরি ব্লেড রক্ত-মেঘ-ছবি!
সন্ধ্যাবনে জুনিপোকা পুড়ে পুড়ে কবি!
কবিতা কি চায় কেহ চাওয়া যে পালালো
কবেকার কবি আজও সন্ধ্যাবনে আলো!
আছে বাক্য বেদমন্ত্র বেদেনী কলাপ
মনসার গর্ভে ছিল বিষ; বাস্তুসাপ!
সেসব সাপের কাছে লখিন্দর ঋণী!
বেহুলা হৃদয়-শীর্ষ ভুবনমোহিনী!
মোহিনীর এত কথা কাব্যে, কৌতূহলে!
কবেকার কবি আজও সন্ধ্যাবনে জ্বলে!
শেখে, না শেখায় তারা হারে, না হারায়?
তাদের কি গ্রন্থ আছে নাকি গ্রন্থ নিজে?
শ্রাবণে লুকিয়ে ওমাঃ চৈত্রে যায় ভিজে!
ভুবনের মেয়েগুলি সাঁঝের প্রদীপ!
তাদের কপালে চায় প্রাণবন্ত টিপ!
আরো চায় ছুরি ব্লেড রক্ত-মেঘ-ছবি!
সন্ধ্যাবনে জুনিপোকা পুড়ে পুড়ে কবি!
কবিতা কি চায় কেহ চাওয়া যে পালালো
কবেকার কবি আজও সন্ধ্যাবনে আলো!
আছে বাক্য বেদমন্ত্র বেদেনী কলাপ
মনসার গর্ভে ছিল বিষ; বাস্তুসাপ!
সেসব সাপের কাছে লখিন্দর ঋণী!
বেহুলা হৃদয়-শীর্ষ ভুবনমোহিনী!
মোহিনীর এত কথা কাব্যে, কৌতূহলে!
কবেকার কবি আজও সন্ধ্যাবনে জ্বলে!
No comments:
Post a Comment