Tuesday, August 11, 2009

এই গল্প, এই গান

এ গানে আসন পাতা, দূরে পোতাশ্রয়
আর অন্তরা ছুঁতে ছুঁতে ভিড়ে গেলে স্রস্ত তরী
তারই ফাঁকে এই অণুকাল গল্পময়
না হলে কি আর জলে ফেলে দিই ব্যবহৃত বালিঘড়ি?

এবার গানের, গরিবি দানেই অন্যমনস্ক দিন
রশ্মিপ্রসূত যত ঢেউ আসে- ভায়োল্টে ভার্জিন...

আমি কি সম্ভব আছি? বিস্মরণের জলে স্নান
করে এসেছি কি! তাহলে যে, হাতে এই পূর্ববাহী বলপেন?
শুরুর সমীপে এসে কিনা ফিরে যাবে আজ এই গান?
যার জন্যে হাওয়াবিশ্বে অকাতর সিজোফ্রেন...

বরঞ্চ সন্ধান ভালো- কারণেরা ঘটনার কত কাছাকাছি
ভায়োলেট ভার্জিন আসে... এ বেলায় আমি কি সম্ভব আছি?

তা না হলে অশ্রুমাত্র নিয়ে এই শ্মশানের পাদদেশে
যে আগুন জলের পড়শি, যার জন্য ভ্রূণ-দাহ, কর্পূর-কাহিনী
লেগে থাকে, এই গান, স্রস্ত তরী... প্রতিরাতে, প্রতিদিনই

No comments:

Post a Comment