Friday, August 14, 2009

তুলনামূলক

জমানো কৈশোর, আজও জ্যামিতি শেখালে না

ঘরে তবু রয়ে গেল কৌণিক বসতি
জানালা দরোজা টেবিল...
ব্যাসার্ধের দিনগুলি কোন বৃত্তে বিপর্যস্ত হল!

বগিতে বগিতে চেপে চলে গেল সরলরেখার গ্রাম
মায়াকাহিনীর মাঠ
ও জ্যামিতি বক্সের চাঁদ
তোমাতে ধরেছে জং তোমাতে জমেছে ধুলো-
হাতে লেখা হৃদয়ের রক্তপাতগুলো...

ধূসরপ্রান্তিক, আজও পরিপ্রেক্ষিত শেখালে না

শুধু
শিক্ষাজ্ঞানে রয়ে গেল কয়েকটি অক্ষর,
ও মাইল মাইল পঙক্তি
প্রতিবেশী প্রান্তরের নীল!
যখন, মনও হয়েছে মোবাইল
তবু উধাও মৈষাল;

ও রেল ও সমান্তরাল...

No comments:

Post a Comment