কে কত প্রতিভা কুড়োবে
প্রতিদিন মেধার কুহকে?
কে কত প্রতিভা ফোটাবে আজ
শষ্পে ও সমুদ্রে?- জানি
এখনও ভোরের গল্পে উল্লেখ্য শিশির...
সংগোপনে সব হবে শুধু সংসার হবে না!
বাঙলা কবিতা মুখ্য
গীতি বেদনায়
প্রতিভা পীড়িত করে তুমি পাঠ্য মর্মের পঙক্তি...
পথের সামান্য ধুলো
কিছু নয়
তবু তৃণ হীনগান
শরণার্থী স্মৃতিগুলো-
অক্ষরে অক্ষরে শব্দ হয়... বাক্য হয়... বিলাপে বিলাপে
তোমার মহিমা এই
দিনে দিনে
পাঠ্য হয়ে পূর্ণ তুমি বিভিন্ন বালিশে!- তবু
তখনও সন্ধ্যার বাঁধে নির্জন মাধুরি!...
বিম্বিত বিদুর
মনে রাখি, তুঁ হুঁ মম...
প্রতিদিন মেধার কুহকে?
কে কত প্রতিভা ফোটাবে আজ
শষ্পে ও সমুদ্রে?- জানি
এখনও ভোরের গল্পে উল্লেখ্য শিশির...
সংগোপনে সব হবে শুধু সংসার হবে না!
বাঙলা কবিতা মুখ্য
গীতি বেদনায়
প্রতিভা পীড়িত করে তুমি পাঠ্য মর্মের পঙক্তি...
পথের সামান্য ধুলো
কিছু নয়
তবু তৃণ হীনগান
শরণার্থী স্মৃতিগুলো-
অক্ষরে অক্ষরে শব্দ হয়... বাক্য হয়... বিলাপে বিলাপে
তোমার মহিমা এই
দিনে দিনে
পাঠ্য হয়ে পূর্ণ তুমি বিভিন্ন বালিশে!- তবু
তখনও সন্ধ্যার বাঁধে নির্জন মাধুরি!...
বিম্বিত বিদুর
মনে রাখি, তুঁ হুঁ মম...
No comments:
Post a Comment