Sunday, August 9, 2009

ঝিলপাড় থেকে ফিরে

দৃশ্যত, এ অঞ্চলে এই প্রথম এসেছে জলপিপি
এর আগে তো বকের স্নেহেই উড়েছি নেমেছি ঝিলে,
এর আগে খুব পড়েছি রুগ্ন পুরনো পাণ্ডুলিপি
রূপান্তরের গল্প আসে হাওয়ায় চূড়োতে মিলে!

না হলে পিপি’টা, জল ছেড়ে কেন ডাঙায়...
একটু পরেই পথের প্রস্থে ঐতিহাসিক সাপ
ফণা তুলে থাকে- ফণারা মন্ত্র জানায়
প্রতিভার ডানা ওম দেয় কিছু পাপ...

কেননা পাপেই খুশি, যেহেতু পুষি- যত স্পর্ধার ছানা,
এই যে এক একটা আঙুল- জন্মেছে যেন একেকরকম কালে!
ফের আমার মুঠিতে এসে জোট বেঁধেছে, বিদগ্ধ মৃণালে;
ও জলপিপি- আমিও চিত্রধর্মে এঁকেছি পালক, হীনগুরুত্বের ডানা...

1 comment: